khabor online most powerful bengali news

মালবাজারে ডাইনি অপবাদে খুন চা-শ্রমিক, অভিযুক্ত ধৃত

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: সচেতনতার আলো যে এখনও কুসংস্কারের অন্ধকার মুছে ফেলতে পারেনি, তা আরও একবার প্রমাণ হল ডুয়ার্সের মহিলা চা-শ্রমিকের প্রাণের বিনিময়ে। বুধুমোনিয়া নাগাসিয়া। বছর পঞ্চাশের এই মহিলা জলপাইগুড়ির মালবাজার মহকুমার রাঙামাটি চা বাগানের শ্রমিক। বাড়িও বাগানের রাঙাকুঠি লাইনে। সোমবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। মালবাজার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মহিলার ছেলে মগড়া নাগাসিয়া রাতেই মালবাজার থানায় অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সকালে বাগানেরই এক শ্রমিক শুকু নাগাসিয়াকে (৩২) গ্রেফতার করে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের কথায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বেশ কিছু দিন ধরে শুকুর পরিবারে অসুখবিসুখ লেগেই ছিল।…

আরও পড়ুন