khabor online most powerful bengali news

‘ওগো মায়া ওগো বাতায়ন’: মনোজ্ঞ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান

‘কোনও কিছুকে দেখার জন্য একটা ম্যানুয়ালের দরকার হয়। সেদিনের কলকাতাকে দেখার জন্য আমি একটা ম্যানুয়াল লিখে গেলাম। যদি কারও দরকার পড়ে উল্টে দেখবেন।’‘ওগো মায়া ওগো বাতায়ন’ বইটির আনুষ্ঠানিক প্রকাশে এমনটাই বলছিলেন বইয়ের লেখক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। সম্প্রতি নন্দন-৩ এ আনুষ্ঠানিক প্রকাশ হল বইটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সুরঞ্জন দাস, বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্রকার তনভীর মোকাম্মেল। লেখক সঞ্জয় মুখোপাধ্যায় এবং প্রচ্ছদ-অলঙ্করণ শিল্পী সনাতন দিন্দা তো ছিলেনই। অনুষ্ঠান শুরু হতে কিছুটা দেরি হযে যাওয়ায় প্রথা অস্বীকার করে কোনো গান গল্প বাদ দিয়েই সঞ্চালক শ্রী কুশল ভট্টাচার্য পোডিয়ামে ডেকে নেন সনাতন-কে। সঞ্জয়ের ছাত্র-বন্ধু সরাসরি গেলেন ব্যক্তিগত…

আরও পড়ুন