khabor online most powerful bengali news

মনে হয় না ভারত সম্পূর্ণ নগদহীন হবে, বললেন এসবিআই চেয়ারপার্সন

নয়াদিল্লি: দেশকে সম্পূর্ণ ভাবে নগদহীন করার জন্য উঠেপড়ে লেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার তাঁর ঠিক উলটো দেশের বৃহত্তর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চেয়ারম্যান। দেশকে সম্পূর্ণভাবে নগদহীন করা যাবে না বলে একটি অনুষ্ঠানে মত প্রকাশ করলেন অরুন্ধতী ভট্টাচার্য। নোট বাতিল হওয়া ভালো না মন্দ, খুব কৌশলগত ভাবেই সেই প্রসঙ্গ এড়িয়ে যান অরুন্ধতী। তিনি বলেন, “নোট বাতিল ভালো না মন্দ, সেটা সময়ই বলবে। তবে এটা ঠিক যে এই সিদ্ধান্তের ফলে ডিজিটাল লেনদেনের প্রতি আগ্রহ বেড়েছে।” এর পর ভারতের নগদহীন হওয়ার ব্যাপারে তিনি বলেন, “ভারত সম্পূর্ণ ভাবে নগদহীন হবে সেটা আমি বিশ্বাস করি না। আমার মতে ভারত ‘কম-নগদের অর্থনীতি’ হবে। সেটা হওয়াই যুক্তিযুক্ত।” ভারতকে…

আরও পড়ুন