khabor online most powerful bengali news

ইন্দাসের আকুইয়ে অনুষ্ঠিত হল আবৃত্তি সম্মেলন

আকুই, বাঁকুড়া: বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই গ্রামে অনুষ্ঠিত হল আবৃত্তি সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব অনাদি বসু, বেতারশিল্পী দেবাশিস ধাড়া, ইন্দাসের বিডিও সুচেতনা দাস, পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিডিও পুস্পেন চট্টোপাধ্যায়, সমাজকর্মী রমাপ্রসাদ সেন প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে সংবর্ধনা দেওয়া হয় সর্বশিক্ষা মিশনের পরীক্ষায় প্রথম স্থানাধিকারী গায়ত্রী গুহ আর নাট্যব্যক্তিত্ব অনাদি বসুকে। কবিতা, গান, উপনিষদ আর গীতার শ্লোক আবৃত্তি, শ্রুতি নাটক মঞ্চস্থ হয়। আবৃত্তি পরিবেশন করেন ইন্দাসের বর্তমান আর প্রাক্তন বিডিও-ও। সব মিলিয়ে এক আবৃত্তিময় শীতকালীন সন্ধে উপভোগ করেন সাধারণ দর্শক।

আরও পড়ুন