khabor online most powerful bengali news

ইন্দাসের আকুইয়ে অনুষ্ঠিত হল আবৃত্তি সম্মেলন

আকুই, বাঁকুড়া: বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই গ্রামে অনুষ্ঠিত হল আবৃত্তি সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব অনাদি বসু, বেতারশিল্পী দেবাশিস ধাড়া, ইন্দাসের বিডিও সুচেতনা দাস, পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিডিও পুস্পেন চট্টোপাধ্যায়, সমাজকর্মী রমাপ্রসাদ সেন প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে সংবর্ধনা দেওয়া হয় সর্বশিক্ষা মিশনের পরীক্ষায় প্রথম স্থানাধিকারী গায়ত্রী গুহ আর নাট্যব্যক্তিত্ব অনাদি বসুকে। কবিতা, গান, উপনিষদ আর গীতার শ্লোক আবৃত্তি, শ্রুতি নাটক মঞ্চস্থ হয়। আবৃত্তি পরিবেশন করেন ইন্দাসের বর্তমান আর প্রাক্তন বিডিও-ও। সব মিলিয়ে এক আবৃত্তিময় শীতকালীন সন্ধে উপভোগ করেন সাধারণ দর্শক।

আরও পড়ুন

সূচনার অজানা ইতিহাস, তবু আজও উজ্জ্বল ত্রিশালনের গুপ্তবাড়ির কালীপুজো

ইন্দ্রাণী সেন, বাঁকুড়া এই পুজোর বয়স আনুমানিক চারশো বছর। কিন্তু কী ভাবে এই পুজোর সূচনা, সেটা আজও অজানা পরিবারের সদস্যদের কাছে। তবুও এই পুজো ঘিরে চার দিন মেতে থাকে গোটা গ্রাম। চলে মেলা, হয় আতসবাজির প্রদর্শনী। বাঁকুড়ার ইন্দাস ব্লকের ত্রিশালনের গুপ্তবাড়ির কালীপুজো। পরিবারের বর্তমান প্রজন্মের সদস্যা সুনীপা গুপ্তের কথায়, কী ভাবে এই পুজোর সূচনা হয় সেটা তাঁর পূর্বপুরুষদের কাছে অজানা। সুনীপাদেবী বলেন, পুজো উপলক্ষে পরিবারের সব সদস্য একত্রিত হয়। সেই সঙ্গে হয় খুব আনন্দ আর মজা। চার দিন ধরে চলে এই পুজো। পুজোর বৈশিষ্ট্য হল পুজোর আগের দিন গুপ্ত পরিবারের সদস্যরা হবিষ্যান্ন গ্রহণ করে কালী অর্চনা শুরু করেন। পরের দিন…

আরও পড়ুন

সাড়ে তিনশো বছর ধরে রায়পরিবারে দুর্গা পূজিতা হচ্ছেন নারায়ণী রূপে

ইন্দ্রাণী সেন, বাঁকুড়া   এখানে দেবী দুর্গা চতুর্ভুজা। প্রতিমায় মহিষাসুর অনুপস্থিত। পুজোয় হয় না কোনো বলিদান, এমনকি সপ্তমীতে হয় না কলাবৌ স্নানও। অন্নভোগের পরিবর্তে চাল নিবেদন করা হয় দেবী দুর্গাকে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই গ্রাম। এখানকার রায় পরিবারেই বিগত সাড়ে তিনশো বছর ধরেই এমন ভাবে পূজিতা হন মা দুর্গা। দুর্গাপুজোর সূচনা করেন তৎকালীন বর্ধমান রাজার দেওয়ান কানুরাম রায়ের বড়ো ছেলে ব্রজনাথ। বর্ধমান রাজার সহায়তায় রাধাকান্ত মন্দির প্রতিষ্ঠা করেন কানুরাম। মন্দিরে আরাধ্য রাধাকৃষ্ণ। কথিত আছে কানুরাম নিজে বৃন্দাবনে গিয়ে সেখান থেকে শ্রীকৃষ্ণ ও রাধারানির মূর্তি আর শালগ্রাম শীলা নিয়ে এসে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। ততদিনে দুর্গাপুজো শুরু করে দিয়েছেন ব্রজনাথ।…

আরও পড়ুন