khabor online most powerful bengali news

বাসন্তীর সেন্ট তেরেজা গির্জা মেতে উঠেছে বড়োদিনের উৎসব

পাপিয়া মিত্র : আজ ২৪ ডিসেম্বর। আর কয়েক ঘণ্টা। তার পরেই রাত ১১টায় ভক্ত সমাগমে পূর্ণ হয়ে উঠবে গির্জা। গাওয়া হবে খ্রিস্টমাস ক্যারল। আসবে সেই পুণ্য ক্ষণ। যিশুর জন্ম মুহূর্ত। রাত ১২টায় প্রধান পুরোহিত শোনাবেন যিশুর বাণী। পাশাপাশি ৮৬তম বর্ষপূর্তিতে মেতে উঠবে বাসন্তী চার্চের দীপ। তাই সেজে উঠেছে বাসন্তীর গির্জা।        বিশ্বায়নের আঁচ লেগেছে হোগল নদীর কোলে। শীতের রোদ গায়ে মেখে খেয়ায় চড়ার মজাটুক হারিয়ে গিয়েছে বেশ কয়েক বছর। এখন গাড়ি আপনাকে পৌঁছে দেবে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী দ্বীপে। সেই দ্বীপ এখন সেজে উঠছে যিশুর আবির্ভাব আলোয়। প্রস্তুতি তুঙ্গে ‘লিটল ফ্লাওয়ার সেন্ট তেরেজা’ তথা ‘ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজা’র উপাসনাগৃহে। এখন…

আরও পড়ুন