khabor online most powerful bengali news

এ বার বড়িশার চণ্ডীপুজো ২২৪ বছরে, জোর চলছে মেলা

পাপিয়া মিত্র রমরমিয়ে চলছে বড়িশার চণ্ডীমেলা। এখানকার চণ্ডীপুজো এ বার ২২৪ বছরে পড়ল। এ বার মায়ের মূর্তির আবরণ উন্মোচন করলেন ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজ। প্রাচীন ঐতিহ্যবাহী এই পুজো ১২০০ বঙ্গাব্দে সাবর্ণ চৌধুরী বংশের সন্তান মহেশচন্দ্র রায়চৌধুরী শুরু করেন। অগ্রহায়ণের শুক্লাষ্টমীতে এই পুজো হয়। পারিবারিক এ পুজো তিন দিনে সীমাবদ্ধ ছিল। পারিবারিক পুজোর সুবাদে তখন এত সমারোহ ছিল না। পাঁঠাবলির পাশাপাশি মোষবলিও হত। তবে চণ্ডীপুজো এখন সর্বজনীন। পুজোর আরও একটি দিক আছে। বাড়ির গা-লাগোয়া পুকুর। স্বপ্নাদেশে ওই পুকুর থেকে পাওয়া যায় একটি ঘড়া। সেই ঘড়া বাড়ির তিনতলায় রাখা আছে আজও। আর ওই পুকুর চণ্ডীপুকুর নামে পরিচিত। সেই ঘড়ায় পরানো হয়…

আরও পড়ুন