khabor online most powerful bengali news

ছায়াপথের রহস্য উদ্ঘাটনে ব্যস্ত জ্যোতির্বিজ্ঞানীরা, নেতৃত্বে ভারতীয় বংশোদ্ভূত

নিউইয়র্ক : রাতের আকাশে কারা যেন জ্বলে উঠছে মাঝে মাঝেই। ১০ বছর ধরে ঘটছে এমনটা। খুব যে নিয়মিত তা নয়, তবে শেষ ৪ বছরে বেশ কয়েক বার ঘটেছে এই মহাজাগতিক ঘটনা। আমাদের চোখে পড়েনি ঠিকই। দূরবিন ছাড়া দেখতে পাওয়ার কথাও না। তা-ও আবার যে সে দূরবিন নয়, অত্যাধুনিক ভিএলএ (ভেরি লার্জ অ্যারে) যন্ত্রের সাহায্যে নিয়মিত আকাশে নজর রাখছেন জ্যোতির্বিজ্ঞানীরা। গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছে মেক্সিকো এবং পুয়ের্তো রিকোকে।

দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা দেখলেন, পৃথিবী থেকে কয়েক লক্ষ কোটি আলোকবর্ষ দূরের এক বামন ছায়াপথে খুব অল্প সময়ের জন্য (কয়েক মিলি সেকেন্ড) থেকে থেকেই হচ্ছে বিস্ফোরণ। প্রধানত বেতার তরঙ্গের বিস্ফোরণ। বিজ্ঞানীরা আরও দেখলেন, বিস্ফোরণ ছাড়াও সারা সময়ই খুব ছোটো দৈর্ঘ্যের বেতার তরঙ্গের বিকিরণ হচ্ছে ওই ছায়াপথ থেকে। গবেষণার প্রাথমিক ফলাফল বলছে, ছায়াপথে হাইড্রোজেন, হিলিয়াম ছাড়া বিশেষ কিছুই নেই। কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রধান শমী চ্যাটার্জি জানিয়েছেন, “জ্যোতির্বিজ্ঞানে এটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। গবেষণার প্রাথমিক পর্যায়ে রয়েছি আমরা। তরঙ্গের বিস্ফোরণ সম্পর্কে এখনো অনেক তথ্যই আমাদের অজানা”।

আরও পড়ুন

মন্তব্য করুন