khabor online most powerful bengali news

বাংলাদেশের গ্রামীণ ব্যাঙ্কের মডেল ভারতেও অনুসৃত হোক: মহঃ ইউনুস

কলকাতা:  “ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থা ধনীদের জন্য। এখানে গরিবদের জন্য কোনো সুবিধা নেই”, বললেন বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। মঙ্গলবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে দ্বিশতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা। 

ইউনুসের মতে, ভারতের ব্যাঙ্কগুলো এক একটা সমুদ্রগামী বিশাল আয়তনের জাহাজ। ভারতে যে ব্যাঙ্কিং ব্যবস্থা আছে তা পুঁজিবাদীদের সুবিধার্থে। সেখানে গরিবদের প্রবেশাধিকার নেই। তিনি বলেন, বারে বারেই ভারত সরকারকে জানিয়েছেন নতুন আইন করে নতুন ব্যাঙ্ক বানানোর জন্য। এমনকি বেসরকারি সংগঠনগুলিকে লিমিটেড ব্যাঙ্কিং লাইসেন্স দেওয়ার কথাও বলেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। 

তিনি বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার বেশ কিছু বেসরকারি সংগঠনকে ব্যাঙ্কিং লাইসেন্স দিতে আরম্ভ করেছে। ফলে ব্যাঙ্কের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 

আরও পড়ুন

মন্তব্য করুন