khabor online most powerful bengali news

ভারতে নগদহীন অর্থনীতি চালু করা কঠিন, বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ

কলকাতা: নগদহীন অর্থনীতিকে স্বাগত জানালেও ভারতে এর প্রয়োগ নিয়ে সংশয় প্রকাশ করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ জঁ টিরোল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ২০০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ভারত ও ফ্রান্সের দুই নোবেলজয়ী অমর্ত্য সেন ও জঁ টিরোলকে নিয়ে ডিরোজিও হলে একটি আলোচনাসভার আয়োজন করা হয়।

ফ্রান্সের অর্থনীতিবিদ জঁ টিরোল বলেন, মানুষ এখন নগদহীন অর্থনীতির দিকে এগোতে চাইছে। কিন্তু ভারতের মতো  ১২৫ কোটি জনসংখ্যার দেশে এটা চালু করা বেশ কঠিন বলেই মনে করেন এই নোবেলজয়ী। amartya-sen

তিনি বলেন, ডেনমার্ক ও সুইডেন লেনদেনকে নগদহীন করতে সক্ষম হয়েছে। তারা গরিব মানুষের মধ্যে ডেবিট কার্ড বিলি করতে পেরেছে। কিন্তু ভারতের মতো দেশে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। যাঁদের নগদ টাকার প্রয়োজন তাঁদের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে নজর রাখা উচিত।

প্রিন্সেপ ঘাটে প্রদীপ জ্বালিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ২০০ বছর উদ্‌যাপনের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল বুধবার।  বৃহস্পতিবার উজ্জ্বল প্রাক্তনীদের হাত ধরে শুরু হয়ে গেল অনুষ্ঠান। 

আরও পড়ুন

মন্তব্য করুন