Search

যৌনতার মাঝে কন্ডোম খুলে ফেলায় ধর্ষণের সাজা

যৌনতার মাঝে কন্ডোম খুলে ফেলায় ধর্ষণের সাজা

লাউসেন(সুইজারল্যান্ড): ডেটিং অ্যাপ টিন্ডারে আলাপ দুজনের। ৪৭ বছর বয়সি এক ফরাসি ব্যক্তি ও এক সুইস মহিলা। ২০১৫ সালের জুন মাসে দ্বিতীয়বার দেখা হয় তাদের। যৌন সম্পর্কের জন্য উদগ্রীব ছিলেন দুজনেই। মহিলার অনুরোধ ছিল, পুরুষটি যেন যৌনতার সময় কন্ডোম ব্যবহার করেন। কন্ডোম পড়েও নিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু উদ্দাম যৌনতার মাঝপথে সেটি খুলে ফেলেন। তখন মহিলা বোঝেননি। বুঝতে পারেন সব শেষ হওয়ার পর।

পুলিশে খবর দেন ওই সুইস মহিলা। এই সপ্তাহের শুরুতেই আদালতে হাজিরা দেন ওই ব্যক্তি। বলেন, কন্ডোমটি ছিঁড়ে যাওয়াতেই মাঝপথে খুলে ফেলেছিলেন তিনি। তাঁর বক্তব্য মানেনি সুইজারল্যান্ডের লাউসেন ফৌজদারি আদালত। ঘটনাটিকে ধর্ষণ বলে সাব্যস্ত করে, ফারাসিকে ১ বছরের কারাবাসের সাজা দিয়েছে আদালত। যদিও এখনই তাকে জেলে যেতে হচ্ছে না। তিনি উচ্চ আদালতে আবেদন করতে পারবেন।


আদালত মনে করেছে, মহিলা যদি জানতেন, মাঝপথে ওই ব্যক্তি কন্ডোম খুলে ফেলবেন, তাহলে তিনি যৌনতায় রাজি হতেন না।


মামলকারী মহিলার আইনজীবী বলেছেন, এই ধরনের রায় সুইজারল্যান্ডে এই প্রথম দেওয়া হল। অভিযোগকারী এবং সাজাপ্রাপ্ত কারও নাম জানানো হয়নি।

শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য করুন