khabor online most powerful bengali news

ড্রোনের সাহায্যে প্রথম বার পণ্য সরবরাহ আমাজনের, দেখুন ভিডিও

ওয়াশিংটন : ই-শপিং-এর দুনিয়ায় প্রথম ড্রোনের সাহায্যে পণ্য সরবরাহ করল রিটেল জায়েন্ট আমাজন ডট কম। সংস্থার প্রধান জেফ বেজস জানান, ৭ ডিসেম্বর অনলাইনে ফায়ার স্টিক আর এক ব্যাগ পপকর্নের অর্ডার দেন কেমব্রিজের রিচার্ড।আমাজনে অর্ডার পাওয়ার মাত্র ১৩ মিনিটের মধ্যে কেমব্রিজে সেই ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয় জিনিসগুলি। তা সম্ভব হয় বৈদ্যুতিক ক্ষমতা সম্পন্ন ড্রোনের সাহায্যে। এই ড্রোনটি মাটি থেকে ৪০০ ফুট ওপর দিয়ে উড়তে পারে।

আমাজানের লক্ষ্য যত দ্রূত সম্ভব ক্রেতাদের কাছে জিনিস সরবরাহ করা। অন্তত পক্ষে ৩০ মিনিট বা তার থেকে আরও কম সময়ে। এই ক্ষেত্রে দ্রব্যের ওজন হতে হবে ৫ পাউন্ড বা তার কম। দিনের আলোয় ও পরিস্কার আবহাওয়াতেই এই ভাবে পণ্য পাঠানো সম্ভব হবে বলে জানাচ্ছে সংস্থা।

এই ভাবে প্রযুক্তির আরও একটা নতুন দিগন্ত খুলে দেওয়ার কথা ভাবছে সংস্থা।  

সংস্থার তরফে এই বিষয়ে প্রমাণ হিসেবে একটি ভিডিও দেখানো হয়েছে। দেখুন ভিডিওটি—-

আরও পড়ুন

মন্তব্য করুন