Search

বাচ্চাদের শীতের লেটেস্ট কালেকশনগুলো কি দেখেছেন

বাচ্চাদের শীতের লেটেস্ট কালেকশনগুলো কি দেখেছেন

হেমন্ত চলছে। মাঝে সাঝে হানা দিচ্ছে হিমেল হাওয়া। আর এটাই বোধহয় শীতের শপিং শুরু করার সঠিক সময়। কিন্তু ঠিক সেই সময় ৫০০ আর ১০০০ টাকার নোট বাতিল নিয়ে দারুণ বিভ্রান্তি। পর্যাপ্ত খুচরো টাকার অভাবে বিকি-কিনি বেহাল। কিন্তু শীত পড়ার আগেই বাচ্চাদের জন্য গরম পোশাক মজুত করাটাও তো খুবই জরুরি। ভাবছেন তো কী ভাবে করবেন কেনা কাটা। ভাবনার কোনও কারণ নেই। রয়েছে তো অন লাইন শপিং করার নানা পোর্টাল। আপানাদের জন্য রইল তেমননি কিছু বাচ্চাদের শীতের পোশাকের হদিশ।

শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য করুন