Search

♦ গুলশান হামলার হোতা ‘গুলির লড়াই’য়ে সঙ্গীসহ নিহত

♦ গুলশান হামলার হোতা ‘গুলির লড়াই’য়ে সঙ্গীসহ নিহত

ঢাকা: ‘গুলির লড়াই’য়ে মৃত বাংলাদেশে গুলশান হামলার অন্যতম মাস্টার মাইন্ড জেএমবি নেতা নরুল ইসলাম ওরফে মারজান ও তার এক সঙ্গী। ঢাকা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ এই গুলির লড়াই শুরু হয়। নিহতদের মধ্যে একজন মারজান, তবে অন্য জনকে চিহ্নিত করা যায়নি।

গত বছর জুলাই মাসে গুলশানের হলি আর্টিজানে হামলা চালায় একদল জঙ্গি। এই হামলায় ১৭ জন বিদেশি সহ ২২ মারা যায়। ঘটনার তদন্তে উঠে আসে মারজানের নাম।

শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য করুন